কৃষ্ণনগর, 5 জুলাই: পঞ্চায়েত ভোট শুরু হতে বাকি আর 72 ঘণ্টা ৷ এখনও থামল না হিংসাত্মক ঘটনা ৷ বিজেপি কর্মীদের বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার বোয়ালিয়া গ্রামের ৷ এমনকী মহিলাদেরও উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ ৷ মারধরের ঘটনায় আহত প্রায় 20 জন বিজেপি কর্মী ৷ 5 জন কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এলাকায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে ৷ তারা তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ বিজেপির ৷ গতকাল সন্ধ্যায় ওই এলাকায় একটি পথসভা করার কথা ছিল বিজেপির ৷ সেই মতো বিকেলে বেশ কয়েকজন দলীয় কর্মী বিজেপির ব্যানার থেকে শুরু করে ফেস্টুন লাগাচ্ছিলেন ৷ ছিলেন মহিলা কর্মীরাও।
বিজেপির অভিযোগ, ঠিক তখনই একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে আসে ৷ বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ প্রতিবাদ করায় তৃণমূল কর্মীরা তাদের উপর চড়াও হয় ৷ লোহার রড, বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে ৷ প্রাণভয়ে অন্যের বাড়িতে ঢুকে যান অনেকে ৷ সেই বাড়ির মধ্যে ঢুকে তাদের মারা হয় বলে অভিযোগ ৷ রেহাই পাননি বিজেপির মহিলা কর্মীরাও ৷