নদিয়া, 10 এপ্রিল: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পাঁচ (Nadia housewife murder) মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তুলে নতুন করে তদন্ত শুরু করল পুলিশ । নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার পলাশী 2 নং গ্ৰাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার ঘটনা । আদালতের নির্দেশে এদিন কালীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কবর থেকে কঙ্কাল তোলা হয় (police takes out housewife's body from burial ground)।
কালীগঞ্জ থানার পলাশী 2 নং গ্ৰাম পঞ্চায়েতের পলাশী (Nadia murder case) নতুন পাড়ার বাসিন্দা সুজাউদ্দিন শেখের সঙ্গে পলাশীরই জানকীনগরের বাসিন্দা রোজিপা খাতুনের বিয়ে হয় । 15 বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়ে গত ডিসেম্বর মাসে । পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রোজিপা খাতুনকে খুন করা হয় বলে অভিযোগ । ঘটনার পরপরই দেহটি তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন কবর দিয়ে দিলেও বিষয়টি মেনে নিতে পারেননি রোজিপার বাপেরবাড়ির লোকেরা ।