নবদ্বীপ, 4 নভেম্বর : জুয়ার ঠেকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ নদিয়ার নবদ্বীপ থানা এলাকার ঘটনা ৷
নবদ্বীপে জুয়ার ঠেকে পুলিশের অভিযান, গ্রেপ্তার 8 - ক্রাইম
গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে নবদ্বীপের বেদরা পাড়া এলাকার একটি মাঠে অভিযান চালায় পুলিশ ৷
নবদ্বীপে জুয়ার ঠেকে পুলিশের অভিযান
গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে বেদরা পাড়া এলাকার একটি মাঠে অভিযান চালায় পুলিশ ৷ প্রতিদিন রাতেই ওই মাঠে জুয়ার আসর বসত ৷ ঘটনাস্থান থেকে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু নগদ টাকা ৷
ধৃতরা প্রত্যেকেই নবদ্বীপ থানা এলাকার বাসিন্দা ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আর কে বা কারা এর সঙ্গে জড়িত ৷ পাশাপাশি নবদ্বীপ থানা এলাকায় আর কোথায় কোথায় এই ধরনের জুয়ার আসর বসে তাও জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ ৷