পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Personnels Attacked by locals: শিশু উদ্ধারে গিয়ে পরিবার-সহ প্রতিবেশীদের হাতে আক্রান্ত পুলিশকর্মী, শান্তিপুরে চাঞ্চল্য - Police Personnels Attacked by locals

কোর্টের নির্দেশ অনুযায়ী শিশু উদ্ধার করতে গিয়ে পরিবার-সহ প্রতিবেশীদের হাতে আক্রান্ত একাধিক পুলিশ কর্মী (Police Personnels Attacked by locals)। পুলিশকে মারধর করার অপরাধে গ্রেফতার করা হল চার অভিযুক্তকে। অভিযুক্তদের সোমবার আদালতে তোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর বাগআঁচড়ার হালদারপাড়ায় ৷

Police Attacked in Santipur
শান্তিপুর থানা

By

Published : Dec 19, 2022, 6:34 PM IST

ধৃত চার অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় শান্তিপুর থানার পুলিশের তরফেধৃত চার অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়

শান্তিপুর, 19 ডিসেম্বর: শিশুকে উদ্ধার করতে গিয়ে (While Rescuing Child) পরিবার ও প্রতিবেশীদের হাতে আক্রান্ত পুলিশ ৷ রবিবার বিকেলে বারাসত আদালতের নির্দেশে শান্তিপুর বাগআঁচড়ার হালদারপাড়ায় বছর চারেকের শিশুটিকে উদ্ধার করতে যায় বিধাননগর পুলিশ কমিশনারেট এবং শান্তিপুর থানার পুলিশ ৷ তখনই পুলিশ কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, সৃজন বিশ্বাস নামে বছর চারেকের শিশুটি বাগআঁচড়ায় বাবার কাছেই থাকত ৷ কিন্তু বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সে কার কাছে থাকবে, তা নিয়ে মামলা চলছিল ৷ সম্প্রতি বারাসত আদালত রায়ে জানিয়েছে, শিশুটি মায়ের কাছেই থাকবে ৷ সেই নির্দেশ পালনে গিয়েই এদিব বাধার সম্মুখীন হতে হল পুলিশ আধিকারিকদের ৷

অভিযোগ, পুলিশের কাছ থেকে শিশুটিকে ছিনিয়ে নেন ওই পরিবারের সদস্যরা। পুলিশ বাধা দিতে গেলে একাধিক পুলিশ কর্মীর আরও চড়াও হয় বলে অভিযোগ (Police Attacked in Santipur)। এরপর পুলিশকে আটকে রেখে রাস্তা অবরোধ করেন প্রতিবেশীরা। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ বাহিনী ৷ পুলিশকে মারধর করার অপরাধে চার অভিযুক্তকে গ্রেফতারও করা হয়।

সোমবার ধৃত চার অভিযুক্তকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় শান্তিপুর থানার পুলিশের তরফে ৷ যদিও ওই শিশুটিকে সোমবারও উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও পুলিশকে মারধর করার অপরাধে অন্যান্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।

আরও পড়ুন:প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আটক! গাছে বেঁধে মার তরুণকে

ABOUT THE AUTHOR

...view details