নদিয়া, 7 মার্চ: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ায় ৷ থামাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম কালীগঞ্জ থানার ওসি সহ 4 সিভিক ভলান্টিয়ার ৷ সোমবার রাতে স্থানীয় কালীগঞ্জ থানা এলাকার মলান্দি এলাকার ঘটনা (Police Officer of Incharge and 3 Civic Volunteer Injured in Nadia) ৷ পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আহত ওসির নাম সৌরভ ভট্টাচার্য ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের বোমাবাজিতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল । রাতের দিকে তা চরম আকার ধারণ করে ৷ দু’পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার পুলিশ ও ভারপ্রাপ্ত ওসি সৌরভ ভট্টাচার্য । পুলিশের গাড়ি এলাকায় পৌঁছতেই বেশ কয়েকজন দুষ্কৃতী পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে । বোমের আঘাতে গুরুতর আহত হন ওসি সৌরভ ভট্টাচার্য এবং তাঁর সঙ্গে থাকা 4 জন সিভিক ভলেন্টিয়ার । তড়িঘড়ি তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বোমাবাজির খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে কৃষ্ণনগর এসডিপিও ঘটনাস্থলে পৌঁছায় । বেশ কয়েকজন দুষ্কৃতীকে আটক করে ৷ মূল অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । তাদের খোঁজে তদন্ত শুরু করেছে ।