করিমপুর, 25 নভেম্বর : করিমপুর বিধানসভার থানারপাড়া থানা এলাকার নতিডাঙ্গা মোড়ে সাহেবপাড়া স্কুলের 4টি বুথে BJP কর্মীদের সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ধস্তাধস্তি । লাঠিচার্জ পুলিশের ।
করিমপুরে BJP কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ - BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ
করিমপুরে বিধানসভা উপনির্বাচন ঘিরে উত্তেজনা । BJP কর্মীদের উপর লাঠিচার্জ পুলিশের । করিমপুর বিধানসভার থানারপাড়া এলাকার নতিডাঙ্গা মোড়ে একটি বুথে BJP কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । যার জেরে লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশ বাহিনী
বুথের ভেতর রিগিং-র অভিযোগ পেয়ে বুথে যান করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার সহ BJP কর্মীরা । সেখানে জয়প্রকাশের সঙ্গে পুলিশের তর্কাতর্কি বাধে । বুথে উত্তেজনা সামাল দেওয়ার জন্য লাঠি চালায় পুলিশ । লাঠিচার্জের জেরে বুথ এলাকা ছেড়ে পালায় সবাই । অপর একটি বুথ পরিদর্শনে গেলে করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে হাতে কালো কাপড় নিয়ে গো ব্যাক স্লোগান দেন বিরোধী দলের কর্মীরা ।