রানাঘাট, 31 অগস্ট: ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্তকে জেরা করতে পুরনো খুনের মামলার মূল অভিযুক্তের হদিশ পেয়ে গেল পুলিশ ৷ গত মঙ্গলবার নদিয়ার রানাঘাটের একটি সোনার দোকানে ডাকাতি হয় ৷ সেই ঘটনায় পাঁচজন ধৃতের মধ্যে একজন কুন্দন কুমার যাদব ৷ পুলিশি জেরায় উঠে এসেছে যে এই কুন্দনই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে কয়লামাফিয়া বলে পরিচিত রাজু ঝায়ের খুনে মূল অভিযুক্ত ৷ এই তথ্য সামনে আসতেই ফের নড়েচড়ে বসে ওই খুনের ঘটনার তদন্তকারীরা৷ সূত্রের খবর, তাঁরা রানাঘাটে এসে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছেন কুন্দনকে ৷
রানাঘাটে সোনার দোকানে ওই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম - মণিকান্ত কুমার যাদব, ছোট কুমার পাশওয়ান, নন্দন কুমার যাদব, রাজকুমার পাশওয়ান ও রিককি পাসওয়ান ৷ এদের মধ্যে মনিকান্ত কুমার যাদব ও ছোট কুমার পাশওয়ানের পায়ে গুলি লাগে । আদালতের নির্দেশে পাঁচজনই এখন পুলিশের হেফাজতে ৷
পুলিশ সূত্রে খবর, কীভাবে সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করা হল, এর পিছনে কারা রয়েছে, এই তথ্যগুলিই প্রাথমিকভাবে অভিযুক্তদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছিল ৷ কিন্তু সেই জেরার মধ্যেই উঠে আসে রাজু ঝায়ের খুনের প্রসঙ্গ ৷ জানা যায় যে এই কুন্দনই রাজু ঝা খুনে মূল অভিযুক্ত ৷
আরও পড়ুন:কল্যাণীতে বাড়িভাড়া নিয়ে পরিকল্পনা! রানাঘাটে সোনার বিপণিতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য