শান্তিপুর, 31 ডিসেম্বর : বাড়ি থেকে পালিয়ে গিয়ে 15 বছরের নাবালককে বিয়ে করেছিলেন 22 বছরের যুবতী । পাঁচদিন পর শান্তিপুর স্টেশন থেকে যুগলকে আটক করল পুলিশ (Shantipur police caught a Couple for under age marriage) ৷ জানা গিয়েছে, ওই কিশোরের নাম রাজীব দুর্লভ, সে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর এলাকার বাসিন্দা । তার সঙ্গে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় দমদমের যুবতী রিয়া সেনের ।
25 ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে একটি মন্দিরে বিয়ে করে তারা । বৃহস্পতিবার তারা লোকাল ট্রেনে শান্তিপুরে আসছিল। সেসময় তাদের দুজনের কথাবার্তা শুনে সন্দেহ হয় যাত্রীদের ৷ শান্তিপুর ষ্টেশনে দু‘জনকে আটকে রাখে খবর দেওয়া হয় পুলিশ এবং চাইল্ড লাইনে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ কর্মীরাও ।