পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Couple Caught for under age marriage: 15 বছরের নাবালকের সঙ্গে 22 বছরের যুবতীর পালিয়ে বিয়ে, আটক যুগল

দশম শ্রেণির ছাত্র রাজীব দুর্লভের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল 22 বছর বয়সী রিয়া সেনের ৷ 25 ডিসেম্বর পালিয়ে গিয়ে বিয়ে করে তারা ৷ অবশেষে এবার শান্তিপুরে পুলিশের হাতে আটক যুগল (Shantipur police caught a Couple for under age marriage) ৷

SANTIPUR
15 বছরের নাবালকের সঙ্গে 22 বছরের যুবতীর পালিয়ে বিয়ে

By

Published : Dec 31, 2021, 11:55 AM IST

Updated : Dec 31, 2021, 1:03 PM IST

শান্তিপুর, 31 ডিসেম্বর : বাড়ি থেকে পালিয়ে গিয়ে 15 বছরের নাবালককে বিয়ে করেছিলেন 22 বছরের যুবতী । পাঁচদিন পর শান্তিপুর স্টেশন থেকে যুগলকে আটক করল পুলিশ (Shantipur police caught a Couple for under age marriage) ৷ জানা গিয়েছে, ওই কিশোরের নাম রাজীব দুর্লভ, সে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর এলাকার বাসিন্দা । তার সঙ্গে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় দমদমের যুবতী রিয়া সেনের ।

25 ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে একটি মন্দিরে বিয়ে করে তারা । বৃহস্পতিবার তারা লোকাল ট্রেনে শান্তিপুরে আসছিল। সেসময় তাদের দুজনের কথাবার্তা শুনে সন্দেহ হয় যাত্রীদের ৷ শান্তিপুর ষ্টেশনে দু‘জনকে আটকে রাখে খবর দেওয়া হয় পুলিশ এবং চাইল্ড লাইনে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ কর্মীরাও ।

আরও পড়ুন :ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, আত্মঘাতী নাবালিকা

শেষপর্যন্ত রেল পুলিশের তরফে এই দুই অভিযুক্তকে তুলে দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশের হাতে । জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে, ওই কিশোর দিগনগর হাইস্কুলের দশম শ্রেণিতে পাঠরত । অন্যদিকে উত্তরপ্রদেশে কাজ করেন রিয়া সেন । তবে ঠিক কি কাজ করেন তা নির্দিষ্ট ভাবে বলতে পারেননি তিনি । খবর অনুযায়ী, ট্রেনের মধ্যেই রাজীবকে তাঁর সঙ্গে উত্তরপ্রদেশ যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন রিয়া ৷ তাঁদের এই কথাবার্তা শুনেই সাধারণ যাত্রী সন্দেহ হয় ৷ আর সেই কারণেই ওই যুগলকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা ৷

Last Updated : Dec 31, 2021, 1:03 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details