পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ASI Kills Daughter in Nadia : নাবালিকা মেয়েকে মেরে আত্মঘাতী এএসআই - নাবালিকা মেয়েকে মেরে আত্মঘাতী এএসআই

নাবালিকাকে মেরে আত্মঘাতী মানসিক অবসাদগ্রস্ত বাবা ৷ এএসআই পদে বেলঘড়িয়া জিআরপিতে কর্মরত ছিলেন তিনি ৷ চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার চাকদহের বিষ্ণুপুর এলাকার (Police ASI Kills Daughter in Nadia) ৷

Nadia News
নাবালিকা মেয়েকে মেরে আত্মঘাতী এএসআই

By

Published : Apr 1, 2022, 9:25 PM IST

Updated : Apr 1, 2022, 9:55 PM IST

নদিয়া, 1 এপ্রিল :সাত বছরের মেয়ে খুন হল পুলিশ বাবার হাতে ৷ মেয়েকে খুন করে পরে অবশ্য বাবাও আত্মঘাতী হয়েছে ৷ শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে ৷ পুলিশ ঝুলন্ত অবস্থায় বাবা ও মেয়ের দেহ উদ্ধার করে (Police ASI Kills Daughter in Nadia) ৷ আত্মঘাতী জয়ন্ত সরকার (37) বেলঘড়িয়া থানার এএসআই পদে কর্মরত ছিলেন ৷

এদিন দুপুর 2টো নাগাদ নদিয়ার চাকদহ থানার বিষ্ণুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ৷ পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রী মৌসুমীর সঙ্গে অশান্তি হচ্ছিল জয়ন্তর ৷ কারণ পরকীয়র সন্দেহ ৷ মৌসুমীর মনে হতো জয়ন্তর কোনও পরকীয়া সম্পর্ক রয়েছে ৷ তা নিয়ে অশান্তি ছিল নিত্যদিনের ৷ পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন জয়ন্ত ৷ এদিনও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয় ৷ তার জেরেই এদিন সাত বছরের মেয়ে জিয়াকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জয়ন্ত ৷

আত্মঘাতী এএসআই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বলে দাবি পরিবারের

আরও পড়ুন:Khargram Suicide : পিসির বাড়িতে এসে আত্মহত্যা বিবাহিত যুগলের

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, জিয়াকে প্রথমে মেরে তারপর নিজে আত্মঘাতী হয়েছেন জয়ন্ত ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

Last Updated : Apr 1, 2022, 9:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details