নদিয়া, 13 মার্চ : একটি বেসরকারি লজ থেকে মধুচক্রের একটি দলকে গ্রেফতার করল পুলিশ ৷ নদিয়ার চাপড়া থানার পুকুরিয়া লজ় থেকে যুবক-যুবতি সহ 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় লজ়ের কয়েকজন কর্মীকেও আটক করেছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়েছিল পুলিশ ৷ ঘটনায় লজ়ের মালিককেও গ্রেফতার করা হয়েছে ৷
শনিবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে, চাপড়ার পুকুরিয়া লজে গোপনে দেহ ব্যবসা চালানো হচ্ছে ৷ সেই মতো ওই লজ়ে আজ হানা দেন পুলিশ ৷ হানা দিয়ে মোট 12 জন পুরুষ এবং মহিলাকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতার হওয়া মহিলাদের মধ্যে কয়েকজন পড়ুয়া এবং গৃহবধূ ছিল বলে জানা গিয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তারা প্রত্যেকেই এখন পুলিশের হেফাজতে রয়েছে ৷ এরা সবাই নদিয়ার বিভিন্ন জায়গার বাসিন্দা বলে মনে করছে পুলিশ ৷ তবে, এ নিয়ে কোনও তথ্য জানাতে চায়নি তদন্তকারীরা ৷ লজের মালিককেও জেরা করা হচ্ছে ৷