কৃষ্ণনগর, 27 এপ্রিল : করোনা পরিস্থিতিতে এবার মাস্ক না পড়লেই গ্রেফতার করছে পুলিশ ৷ আজ নদিয়ার কৃষ্ণনগরে অভিযানে নামল জেলা পুলিশ প্রশাসন ৷ করোনার বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে যাঁরা বাইরে ঘুরছেন, তাঁদের গ্রেফতার করছে পুলিশ ৷ সেই সঙ্গে অপ্রয়োজনে যাতে মানুষ বাইরে না বেরোন, তা সবাইকে বোঝানো হচ্ছে ৷
করোনা পরিস্থিতিতে কৃষ্ণনগরে মাস্ক ছাড়া ঘুরলেই গ্রেফতার - people Arrest for not Wearing mask
করোনার নিয়মবিধি না মানলে এবার গ্রেফতার করার পথে হাঁটছে কৃষ্ণনগরের পুলিশ ৷ মাস্ক ছাড়া বেরলেই গ্রেফতার করা হচ্ছে ৷ সেই সঙ্গে লোকজনদের বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে না বের হন ৷
আরও পড়ুন : সংক্রমণের বাড়বাড়ন্তে কঠোর প্রশাসন, রাস্তায় আটক মাস্কবিহীনদের
রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ৷ এই অবস্থায় এবার মাস্ক না পড়ে রাস্তায় বেরোলে ধরপাকড় শুরু করল কৃষ্ণনগরের পুলিশ ৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী কেউ নিয়ম না মানলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন ৷ পাশাপাশি অপ্রয়োজনে কেউ যেন বাড়ির বাইরে না বের হয় সে বিষয়েও সচেতন করা হচ্ছে মানুষকে । বলা হচ্ছে, সব সময় যেন সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করেন । কিন্তু, রাস্তায় অনেককেই মাস্ক ছাড়া ঘুরতে দেখা যাচ্ছে ৷ তেমনই বেশ কয়েকজনকে এদিন কৃষ্ণনগর বাস ডিপো ও তার আশেপাশে থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷