নদিয়া, 31 ডিসেম্বর: দীর্ঘক্ষণ দেখা নেই চিকিৎসকের, যার জেরে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগীর ৷ এমনই অভিযোগ উঠল শক্তিনগর জেলা সরকারি হাসপাতালের বিরুদ্ধে (Patient dies allegedly with out any treatment in Government Hospital) । বৃহস্পতিবার নদীয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত তারাতলা বাজার এলাকার বাসিন্দা স্বদেশ সাঁতরাকে (50) শারীরিক অসুস্থতার কারণে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলে বারবার চিকিৎসককে ডেকেও কোন সাড়া মেলেনি । শেষপর্যন্ত বিনা চিকিৎসাতেই মারা যান স্বদেশবাবু ৷
রোগীর পরিবারের অভিযোগ, স্বদেশবাবু যখনও মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, তখন বারবার ডাকা সত্ত্বেও কোন ডাক্তার বা নার্স তাঁকে দেখতে আসেননি ৷ পরিবারের দাবি, কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগীর ৷ এমনকি এই বিষয়ে চিকিৎসকের কাছে ক্ষোভ প্রকাশ করতে গেলে তাঁদের হুমকির সম্মুখীন হতে হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷ তাঁদের দাবি, চিকিৎসক সাফ জানিয়ে দেন, চিৎকার, চেঁচামেচি করলে কোনও রোগীরই চিকিৎসা করবেন না তিনি ৷