পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Patient dies with out any treatment : নদিয়ায় সরকারি হাসপাতালের বিরুদ্ধে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

ঘণ্টার পর ঘণ্টা দেখা নেই চিকিৎসকের, কোনও রকম চিকিৎসা ছাড়াই মৃত্যু হয়েছে রোগীর ৷ শক্তি নগর হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন রোগীর আত্মীয় পরিজনেরা (Patient dies allegedly with out any treatment in Government Hospital) ৷

Patient dies with out any treatment
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে

By

Published : Dec 31, 2021, 11:51 AM IST

Updated : Dec 31, 2021, 12:06 PM IST

নদিয়া, 31 ডিসেম্বর: দীর্ঘক্ষণ দেখা নেই চিকিৎসকের, যার জেরে বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগীর ৷ এমনই অভিযোগ উঠল শক্তিনগর জেলা সরকারি হাসপাতালের বিরুদ্ধে (Patient dies allegedly with out any treatment in Government Hospital) । বৃহস্পতিবার নদীয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত তারাতলা বাজার এলাকার বাসিন্দা স্বদেশ সাঁতরাকে (50) শারীরিক অসুস্থতার কারণে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলে বারবার চিকিৎসককে ডেকেও কোন সাড়া মেলেনি । শেষপর্যন্ত বিনা চিকিৎসাতেই মারা যান স্বদেশবাবু ৷

রোগীর পরিবারের অভিযোগ, স্বদেশবাবু যখনও মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, তখন বারবার ডাকা সত্ত্বেও কোন ডাক্তার বা নার্স তাঁকে দেখতে আসেননি ৷ পরিবারের দাবি, কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগীর ৷ এমনকি এই বিষয়ে চিকিৎসকের কাছে ক্ষোভ প্রকাশ করতে গেলে তাঁদের হুমকির সম্মুখীন হতে হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা ৷ তাঁদের দাবি, চিকিৎসক সাফ জানিয়ে দেন, চিৎকার, চেঁচামেচি করলে কোনও রোগীরই চিকিৎসা করবেন না তিনি ৷

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে

আরও পড়ুন :নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

চিকিৎসা পরিষেবার এই বেহাল দশা নিয়ে তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বিজেপি নেতা সন্দীপ মজুমদার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চান ৷ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশা ৷ একইসঙ্গে পুরো ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের শাস্তিরও দাবি তুলেছেন তিনি ৷ অন্যদিকে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Last Updated : Dec 31, 2021, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details