নদিয়া, 27 জানুয়ারি : এবার পৌরসভার প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় । নদিয়া রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক ছিলেন তিনি ।
প্রসঙ্গত গত সোমবার পার্থ সারথি চট্টোপাধ্যায়কে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে অপসারিত করা হয় ৷ চিঠিতে তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র জানান, বিভিন্ন দল বিরোধী কার্যকলাপের জন্য তাঁকে তৃণমূলের সহ সভাপতির পদ থেকে অপসারিত করা হয় ।