ফুলিয়া, 21 জানুয়ারি : এপিজে আব্দুল কালাম, নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং ৷ দেশের প্রথমসারির রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধানদের মুখাবয়ব তাঁর নিপুণ শিল্পদক্ষতায় এর আগে শোভা পেয়েছে শাড়িতে ৷ এবার তাঁর হাতের ছোঁয়ায় শাড়িতে জীবন্ত হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ৷ 125তম নেতাজি জন্মজয়ন্তীতে দেশপ্রেমিককে এমব্রয়ডারি শিল্পের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করছেন ফুলিয়ার তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন বসাক (Padmashree Biren Basak tributes Netaji Subhash Chandra Bose through his embroidery) ৷
Biren Basak's tribute to Netaji : নিপুণ এমব্রয়ডারিতে দেশনায়ককে জন্মদিনের শ্রদ্ধা 'পদ্মশ্রী' বীরেন বসাকের - Biren Basak's tribute to Netaji
125তম নেতাজি জন্মজয়ন্তীতে দেশপ্রেমিককে এমব্রয়ডারি শিল্পের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করছেন ফুলিয়ার তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন বসাক (Padmashree Biren Basak tributes Netaji Subhash Chandra Bose through his embroidery) ৷
![Biren Basak's tribute to Netaji : নিপুণ এমব্রয়ডারিতে দেশনায়ককে জন্মদিনের শ্রদ্ধা 'পদ্মশ্রী' বীরেন বসাকের Biren Basak tributes to Netaji](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14244856-thumbnail-3x2-embrodery.jpg)
নিপুণ এমব্রয়ডারিতে দেশনায়ককে জন্মদিনের শ্রদ্ধা 'পদ্মশ্রী' বীরেন বসাকের
গতবছর পদ্মশ্রী সম্মান অর্জনের আগে রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় পুরস্কারের মতো সম্মান এসেছে বীরেন বসাকের ঝুলিতে ৷ শিল্পী বলছেন, বছরের পর বছর মানুষের ভালবাসা পেয়েছি ৷ তাই আরও ভাল কাজের তাগিদ থেকেই এই ভাবনা ৷ তবে তাঁর এই নতুন ভাবনায় শরিক হয়েছে শিল্পীর ছেলেও ৷ প্রায় দেড় মাসের নিরলস প্রচেষ্টায় সম্ভব হয়েছে সবকিছু ৷ আগামিদিনে কলকাতার নেতাজি ভবন কর্তৃপক্ষের হাতে এমব্রয়ডারি করা মুর্শিদাবাদের কোরা সিল্ক তুলে দিতে চান বীরেনবাবু ৷
নিপুণ এমব্রয়ডারিতে দেশনায়ককে জন্মদিনের শ্রদ্ধা 'পদ্মশ্রী' বীরেন বসাকের
আরও পড়ুন : নেতাজির সৌজন্যে সংশোধিত হল এক ঐতিহাসিক অসঙ্গতি
Last Updated : Jan 22, 2022, 7:01 AM IST