পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গলায় ছুরির কোপ, ধৃত যুবক - youth arrested in krishnanagar

দুষ্কৃতীর হামলায় জখম হলেন কৃষ্ণনগরের এক রেস্তরাঁ মালিক ৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আক্রান্ত রেস্তরাঁ মালিক

By

Published : Sep 23, 2019, 12:32 PM IST

কৃষ্ণনগর, 23 সেপ্টেম্বর : দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক রেস্তরাঁ মালিক ৷ নদিয়ার কৃষ্ণনগরের পাত্র বাজার এলাকার ঘটনা ৷ গ্রেপ্তার অভিযুক্ত যুবক ৷ তার নাম রাহুল দাস ।

আক্রান্ত রেস্তরাঁ মালিকের নাম দেবু ভৌমিক ৷ বাড়ি কৃষ্ণনগরের সুবর্ণবিহারের ঘোষ পাড়ায় ৷ কৃষ্ণনগরের পাত্র বাজারে তাঁর একটি রেস্তরাঁ রয়েছে ৷ অভিযোগ, গতকাল গভীর রাতে রেঁস্তরা বন্ধের সময় রাহুল সেখানে ঢুকে পড়ে ৷ সে দেবুবাবুর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে ৷ দেবুবাবুর চিৎকার শুনে পাশের একটি ক্লাব থেকে কয়েকজন ছুটে যায় ৷ তারা রাহুলকে ধরে ফেলে ।

দেবুবাবুকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ । পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিনতাইয়ের জন্য এই হামলা ৷ তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details