হাঁসখালি, 12 এপ্রিল : হাঁসখালি ধর্ষণকাণ্ডে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ । ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গয়ালিকে জিজ্ঞাসাবাদ করে প্রভাকর পোদ্দার নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার দিন অভিযুক্ত প্রভাকর ঘটনাস্থলেই উপস্থিত ছিল (Police arrest another accused in Hanskhali Rape) ।
নদিয়ার হাঁসখালি থানা এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে ডেকে এক নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ পরে অতিরিক্ত রক্তপাতের ফলে ওই নাবালিকার মৃত্যু হয় । প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দিয়ে দেহ দাহ করার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গয়ালির ছেলে সোহেল গয়ালির বিরুদ্ধে । শুধু তাই নয়, পরবর্তীকালে যাতে কোনও প্রমাণ না পাওয়া যায় সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান চত্বর ধুয়ে ফেলা হয় ।