পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গায় স্নানের সময় তলিয়ে গেলেন যুবক - Nadia man died

নদিয়ার শান্তিপুরের বড়বাজার ঘাট এলাকায় গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷

one man died in Ganges in Nadia
গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক

By

Published : Aug 3, 2020, 3:28 PM IST

শান্তিপুর, 3 অগাস্ট : গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷ নদিয়ার শান্তিপুর থানা এলাকার বড়বাজার ঘাট এলাকার ঘটনা ৷ নিখোঁজ ওই যুবকের নাম শুভাশিস চাকি (29) ৷ বাড়ি গৌরহরি লেন এলাকায় ৷

রবিবার বেলা 12টা নাগাদ কাজের জন্য বাড়ি থেকে বের হন তিনি ৷ রাতে আর বাড়ি ফেরেননি ৷ এক আত্মীয়র বাড়িতে থাকবেন বলে জানিয়েছিলেন শুভাশিস ৷ রাত 12টা নাগাদ বাড়ির সদস্যদের সঙ্গে তাঁর শেষ কথা হয় ৷ এরপরে আর ফোন ধরেননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ৷ সোমবার ভোরে গঙ্গায় স্নান করতে যান তিনি ৷

কী বলছেন মৃতের আত্মীয় ? দেখুন ভিডিয়ো

প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গায় স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যান শুভাশিস ৷ ঘটনাস্থানে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ৷ ভোরে কেন শুভাশিস গঙ্গাস্নান করতে গেল, এবিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details