পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেহ হয়েছিল জওয়ানদের, তল্লাশি চালাতেই উদ্ধার ডলার ও সোনা - Nodia

372টি ডলার ও 4টি সোনার বিস্কিটসহ চাপড়ার হৃদয়পুর সীমান্তে গ্রেপ্তার পাচারকারী । নাম বুদ্ধদেব বিশ্বাস ।

উদ্ধার ডলার ও সোনা

By

Published : Jun 23, 2019, 5:53 PM IST

Updated : Jun 23, 2019, 7:37 PM IST

চাপড়া, 23 জুন : আমেরিকান ডলার ও সোনার বিস্কিটসহ গ্রেপ্তার হল এক পাচারকারী । নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্তের ঘটনা । ধৃতের নাম বুদ্ধদেব বিশ্বাস । তার কাছ থেকে 100 অ্যামেরিকান ডলারের 372 টি নোট ও 8টি সোনার বিস্কিট উদ্ধার হয়েছে ।

আজ সকালে হৃদয়পুর সীমান্তে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় সেখানে কর্মরত BSF জওয়ানদের । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জওয়ানরা । কথায় অসঙ্গতি দেখে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ডলার ও বিস্কিট । তার কাছ থেকে উদ্ধার হওয়া ডলার ও বিস্কিটের আনুমানিক মূল্য প্রায় 36 লাখ 10 হাজার 761 টাকা।

উদ্ধার হওয়া বিস্কিট ও ডলার

এরপর জওয়ানরা বুদ্ধদেবকে চাপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় । তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ ।

Last Updated : Jun 23, 2019, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details