মুরুটিয়া(নদিয়া), ৫ মার্চ : ডাল ভাঙানোর মেশিনে জড়িয়ে মৃত্যু শ্রমিকের। ঘটনাটি নদিয়ার মুরুটিয়া থানার চুয়াডাঙা গ্রামের। মৃতের নাম ইমদালুল শেখ(৩৫)। বাড়ি হোগলবেরিয়া থানার রাজাপুর গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুরুটিয়া থানার পুলিশ।
নদিয়ায় মেশিনে জড়িয়ে মৃত্যু শ্রমিকের - chuadanga
ডাল ভাঙানোর সময় মেশিনে জড়িয়ে মৃত্যু হয় ইমদাদুলের। ঘটনাটি নদিয়ার মুরুটিয়া থানার চুয়াডাঙা গ্রামের।
ছবিটি প্রতীকী
জানা গেছে, ডাল ভাঙানোর সময় মেশিনে জড়িয়ে মৃত্যু হয় ইমদাদুলের। গতকাল রাত ৮ টা নাগাদ একটি মেশিনে ডাল ভাঙাচ্ছিলেন ইমদাদুল শেখসহ কয়েকজন। অসাবধানতাবশত মেশিনের ফিতেয় জড়িয়ে যান তিনি। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।
পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। কী ভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। এব্যাপারে তাঁর পরিবারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।