পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 2, 2022, 9:26 AM IST

ETV Bharat / state

Road Accident in Ranaghat : গাড়ি থামিয়ে চাঁদা তুলতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত 1

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন (two injured in road accident in ranaghat) ৷

Accident in Ranaghat
গাড়ি থামিয়ে চাঁদা তুলতে গিয়ে বাম্পারের ধাক্কায় মৃত 1

রানাঘাট, 2 মার্চ: কালীপুজোর চাঁদা তুলতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের (one died in road accident) । আহত আরও 2 জন । ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত তারাপুর গ্রাম পঞ্চায়েতের গাজিপুর ময়দানপুরে । মৃত যুবকের নাম শুভজিৎ বিশ্বাস ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাতে একটি ছোট গাড়িকে চাঁদা তোলার জন্য দাঁড় করান শুভজিৎ ও তাঁর বন্ধুরা ৷ সেসময় পিছন থেকে আসছিল একটি ডাম্পার ৷ শুভজিৎকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনায় আহত আরও দুই যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : বসন্ত বিদায়, আগামি তিন দিন বাড়বে গরম

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ । ঘটনাস্থল থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ অ্যাম্বুলেন্সে তোলার পর বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষ । দীর্ঘক্ষণ পথ অবরোধ করা হয় ৷ তবে এই ঘটনায় উঠে আসছে অন্য প্রশ্নও ৷ রাস্তার উপর গাড়ি থামিয়ে চাঁদা তোলা যেখানে নিষিদ্ধ, সেখানে ওই যুকরা কীভাবে চাঁদা তুলছিলেন সেই প্রশ্ন উঠছে ৷ প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসনের ভূমিকাও ৷

ABOUT THE AUTHOR

...view details