পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় কোরোনা সংক্রান্ত গুজব, নবদ্বীপে গ্রেপ্তার যুবক - কোরোনাভাইরাসের খবর

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল থেকে অভিযুক্ত ওই যুবক নবদ্বীপ থানা এলাকার নাম উল্লেখ করে কোরোনা সম্পর্কিত একটি ভুয়ো তথ্য পোস্ট করে ।

COVID 19
ছবি

By

Published : May 4, 2020, 7:59 PM IST

নবদ্বীপ, 4 মে : সোশাল মিডিয়ায় কোরোনা সম্পর্কিত গুজবের জের । অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় । ধৃত ওই যুবকের নাম অক্ষয় বিশ্বাস ।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল থেকে অভিযুক্ত ওই যুবক নবদ্বীপ থানা এলাকার নাম উল্লেখ করে কোরোনা সম্পর্কিত একটি ভুয়ো তথ্য পোস্ট করে । পোস্টে বলা হয় নবদ্বীপের এক এলাকায় বসবাসকারী কয়েকজনের শরীরে ভাইরাসের উপসর্গ দেখা গেছে । পোস্টটি ছড়িয়ে পড়তেই এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

পোস্টটি ছড়িয়ে পড়তে স্থানীয় প্রশাসনের কাছেও ওই তথ্য পৌঁছায় । এরপরই নবদ্বীপ থানার পুলিশ অক্ষয় বিশ্বাসকে কোরোনা সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়ানোর কারণে গ্রেপ্তার করে ।

ABOUT THE AUTHOR

...view details