পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষ্ণনগরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের - আমফান নদিয়া

গতকাল নদিয়ার কৃষ্ণনগরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক বৃ্দ্ধের । নরেন্দ্র নন্দী নামে ওই ব্যক্তি নিজের ঘরে একাই থাকতেন । ঝড়ের কারণে পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে যায় তাঁর বাড়ির উপর ।

ছবি
ছবি

By

Published : May 21, 2020, 12:02 PM IST

কৃষ্ণনগর, 21 মে : আমফানের তাণ্ডবে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের । ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর থানা এলাকার । নাম নরেন্দ্র নন্দী (70) ।

সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগরের রাধানগর সন্ধ্যা মাঠপাড়ার বাসিন্দা নরেন্দ্র নন্দী । গতরাতে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন ওই বৃদ্ধ । ঝড়ের কারণে পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে তাঁর বাড়ির উপর । যার জেরে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল । সেই দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয় বৃদ্ধের ।

পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, তাঁরা আওয়াজ শুনে বাইরে এসে দেখেন গাছ পড়ে ঘরটি ভেঙে গেছে । এরপর ভিতরে প্রবেশ করে দেখেন, বৃদ্ধ দেওয়াল চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছেন । খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে । ঘটনাস্থানে এসে দমকলকর্মী এবং পুলিশে খবর দেন তিনি । দমকলকর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান।

ABOUT THE AUTHOR

...view details