পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে শেষ টাওয়ার লোকেশন, কৃষ্ণনগর থেকে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার - dm

নিখোঁজ হয়ে গেলেন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । তিনি নদিয়ার সব বুথের EVM ও VVPAT-এর দায়িত্বে ছিলেন ।

অর্ণব রায়

By

Published : Apr 19, 2019, 9:47 AM IST

Updated : Apr 19, 2019, 3:14 PM IST

কৃষ্ণনগর, 19 এপ্রিল : নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । তিনি EVM ও VVPAT-এর দায়িত্ব ছিলেন । গতকাল দুপুর দুটো নাগাদ জেলাশাসকের অফিস থেকে তিনি নিখোঁজ হয়ে যান । তাঁর মোবাইল বেশিরভাগ সময় ছিল সুইচড অফ । সূত্রের খবর, ভোর সাড়ে তিনটে নাগাদ শান্তিপুরে শেষ টাওয়ার লোকেশন ছিল অর্ণবের ।

অর্ণববাবু NREGA ডিস্ট্রিক্ট অফিসার। তাঁকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছিল । গতকালও জেলাশাসকের দপ্তরে তিনি কাজ করছিলেন। দুপুর দুটোর পর জেলাশাসক দপ্তর থেকে নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িচালক সহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি । অবশেষে রাতের দিকে কৃষ্ণনগর থানায় মিসিং ডায়েরি করেন জেলাশাসক সুমিত গুপ্তা ।

ভিডিয়োয় শুনুন জেলাশাসকের বক্তব্য

এবিষয়ে অর্ণবের স্ত্রী অনিশা যশ বলেন, "তদন্ত চলছে । সবাই চেষ্টা করছে । আমি চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামী ফিরে আসুক ।"

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Last Updated : Apr 19, 2019, 3:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details