কৃষ্ণনগর, 18জুলাই : নদিয়ায় দলীয় কর্মীর মৃত্যুতে তৃণমূলকেই দায়ি করেছে BJP । আজ তাঁরা রাস্তা অবরোধ করে । প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন BJP সাংসদ অর্জুন সিং । পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যর্থ । এরকম কড়া ভাষায় সমালোচনা করেন অর্জুন । এমনকী মু্খ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান । অর্জুন আরও বলেন, পশ্চিমবঙ্গ এখন পিসি-ভাইপোর প্রাইভেট লিমিটেড কম্পানি চলছে । টাকা দিন আর যা ইচ্ছা করুন ।
সম্প্রতি নদিয়ার গলাকাটা গ্রামে BJP যুব মোর্চা নেতা বাপি ঘোষকে রাস্তায় বেধড়ক মারধর করা হয় । অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত তিন দুষ্কৃতীর বিরুদ্ধেই । আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা প্রথমে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান । অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাঁকে কলকাতা নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করেন । সেখানেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় আবার উত্তপ্ত রাজ্যের BJP মহল । সম্প্রতি হেমতাবাদে বিধায়কের মৃত্যুর পর BJP যেভাবে সক্রিয় হয়েছে, একইভাবে নদিয়ায় দলীয় কর্মীর মৃত্যুতেও প্রতিবাদ করছে তারা ।