শান্তিপুর, 24 ফেব্রুয়ারি: সদ্যোজাতর ওজন বেশি হওয়া সত্ত্বেও তাকে জোর করে নরম্যাল ডেলিভারি করানোর চেষ্টা করেন চিকিৎসকরা ৷ এমনই ভয়াবহ অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরে । এতে প্রসবের সময় ভেঙে যায় নবজাতের একটি হাত ! রক্ত জমাট বেঁধেছে বুকে এবং মাথার পিছন দিকে ৷ ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে স্টেট জেনারেল হাসপাতালে ৷ পরিবারের অভিযোগ, হাসপাতালে কর্মরত প্রসূতি চিকিৎসক সবুজ বরণের গাফিলতিতে সদ্যোজাত গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ৷ শিশুটির জীবন নিয়েও সংশয় তৈরি হয়েছে (The condition of the newborn is critical) । থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নবজাতের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা ৷
সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ উর্মিলা বিবি প্রসব যন্ত্রণা নিয়ে শান্তিপুর নতুনপাড়া এলাকার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি হন ৷ গত 27 জানুয়ারি ভোর পাঁচটা নাগাদ তিনি প্রসব করেন ৷ প্রসবের সময় অতিরিক্ত যন্ত্রণায় ভুগছিলেন ৷ পরিবারের অভিযোগ, সদ্যোজাত শিশুর ওজন অনেকটা বেশি ছিল ৷ তাতে সমস্যায় পড়েন চিকিৎসক সবুজ বরণ ৷ মায়ের শরীর থেকে সদ্যোজাতকে কিছুটা বার করলেও পরে আর বের করা যাচ্ছিল না ৷ পরিবারের অভিযোগ, তখনই টেনে হিঁচড়ে জোর করে সদ্যোজাতকে বার করার চেষ্টা করে কয়েকজন নার্স ৷
এরপরে ঘটনাস্থলে আরও একজন চিকিৎসক আসেন । দুই চিকিৎসক অস্ত্রোপচার করে বাচ্চাটি প্রসব করান ৷ এরপর সঙ্গে সঙ্গে চিকিৎসকরা সদ্যোজাতর পরিবারকে জানান, নবজাতক অসুস্থ এবং তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে হবে ৷ সদ্যোজাতকে নিয়ে পরিবার রানাঘাট মহকুমা হাসপাতালে যায় ৷ নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পরের দিন কলকাতায় জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করেন ৷ সেখানেও অসুস্থ সদ্যোজাতকে ভরতি না-নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা ৷