শান্তিপুর, 18 জুলাই: গঙ্গা ভাঙন রোধে বিভিন্ন মহলে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি, সেই অভিযোগে বিক্ষোভ দেখালেন নদিয়ার শান্তিপুরের মানুষ ৷ তাঁদের অভিযোগ, জেলাশাসকের দফতর থেকে শুরু করে সেচ দফতর - নানা জায়গায় একাধিকবার লিখিত আবেদন করেও কোনও লাভ হয়নি ৷ তাই বাধ্য হয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বলে জানালেন গ্রামবাসীরা ।
নদিয়ার শান্তিপুর থানার 34 নম্বর জাতীয় সড়কে আধঘণ্টা ধরে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ । সূত্রের খবর, শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় প্রতিবছর বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে নদীবক্ষে তলিয়ে যায় । শুধু তাই নয়, একাধিক বসতবাড়িও গিলে খেয়েছে গঙ্গা । রবিবার সকাল থেকেও শুরু হয় গঙ্গা ভাঙন ।