পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 13, 2022, 1:20 PM IST

ETV Bharat / state

Bengal civic polls 2022: নদিয়ায় পুলিশি অভিযানে উদ্ধার 7 রাউন্ড গুলি ও 1টি পিস্তল, ধৃত 1

পৌরসভার ভোটে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর প্রশাসন । শনিবার পুলিশি অভিযানে গ্রেফতার 1 । ধৃতের কাছ থেকে 7 রাউন্ড গুলি ও একটি 7 এমএম পিস্তল উদ্ধার হয়েছে (Bengal Civic Polls 2022)।

Bengal civic polls 2022
police arrested 1 person

নদিয়া, 13 ফেব্রুয়ারি:রাজ্যের পৌরনির্বাচন শান্তিপূর্ণ করতে তৎপর পুলিশ। নদিয়ার কল্যাণী থানার চা বাগান এলাকা থেকে গ্রেফতার 1। ধৃতের নাম আনসার আলি মণ্ডল । ধৃতের কাছ থেকে 7 রাউন্ড গুলি-সহ একটি 7 এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে (Police Recover Bullets and Gun)।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে গয়েশপুর থানা এলাকার একটি চা বাগানে তল্লাশি চালায় কল্যাণী থানার পুলিশ। সেখান থেকেই আনসার আলি মণ্ডল নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয় । ধৃতের কাছে থেকে পিস্তল ও 7 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে । ধৃতের বিরুদ্ধে বেআইনি বন্দুক রাখার মামলা রুজু করেছে পুলিশ । এই পিস্তল সে কোথা থেকে পেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । ভোটের আগ অস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন:AMC Post Poll Violence : আসানসোলে মহিলা বিজেপি কর্মীকে মারধর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আর কয়েকদিন পরেই রাজ্যে 108টি পৌরসভায় নির্বাচন (Bengal Civic Polls 2022) । নদিয়ায় 9টি পুরসভায় নির্বাচন । তাই নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটানা না ঘটে তা নিয়ে সতর্ক পুলিশ । নিয়ম করে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details