পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Afghanistan: চোখের সামনেই মিসাইল হামলা, কাবুল থেকে ফিরেও আতঙ্ক কাটেনি সুপ্রিয়-শানুর

আফগানিস্তানে (Afghanistan) মার্কিন দূতাবাসে রান্নার কাজ করতেন ৷ তবে তালিবানি দখলদারির পর আর ঝুঁকি না-নিয়ে তাঁরা দেশে ফিরে এসেছেন ৷ নিজেদের চোখে দেখা সে দেশের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার দুই বাসিন্দা ৷

nadia men returned from afghanistan shared their terrible experience
চোখের সামনেই মিসাইল হামলা, কাবুল থেকে ফিরেও আতঙ্ক কাটেনি সুপ্রিয়-শানুর

By

Published : Aug 19, 2021, 5:33 PM IST

Updated : Aug 19, 2021, 5:59 PM IST

রানাঘাট, 19 অগস্ট: পেটের দায়ে গিয়েছিলেন আফগানিস্তানে (Afghanistan) ৷ কাজও চলছিল ৷ তবে চোখের সামনেই একটু একটু করে হিংসাদীর্ণ হয়ে পড়ে কাবুলিওয়ালার দেশ ৷ বাজি-পটকার মতোই অহরহ পড়তে থাকে মিসাইল-গ্রেনেড ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় প্রাণ হাতে করে দেশে ফিরেছেন নদিয়ার সুপ্রিয় মিত্র ও শানু গনজালভেস । তালিবান শাসনের ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনও তাঁরা শিউড়ে উঠছেন ৷

নদিয়ার রানাঘাটের বেগোপাড়ার বাসিন্দা সুপ্রিয় মিত্র ও শানু গনজালভেস । আফগানিস্তানে মার্কিন দূতাবাসে রান্নার কাজ করতেন ৷ তালিবানি দখলদারির পর তাঁরা কোনওক্রমে পাততাড়ি গুটিয়ে দেশে ফিরে এসেছেন ৷ সুপ্রিয় 2019 সালে 6 জানুয়ারি এবং শানু 2020 সালের ডিসেম্বর মাসে কাবুলে মার্কিন দূতাবাসের শেফ হিসেবে কাজে যোগ দেন ৷

আরও পড়ুন:Taliban stopped Export Import: ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল তালিবান, দাম বাড়বে ড্রাই ফ্রুটসের !

তাঁরা জানিয়েছেন, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে তালিবান দৌরাত্ম্য চললেও কাবুল ছিল মোটের উপর শান্ত ৷ তবে সময় যত গড়িয়েছে, ততই সেখানেও দেখা দিয়েছে তালিবানের চোখরাঙানি ৷ বোমা, গ্রেনেড, মিসাইল হামলা সেখানে হয়ে ওঠে নিত্যনৈমিত্যিক ঘটনা ৷ ঘর থেকে বের করে এনে মারতে শুরু করে তালিবান ৷ রাস্তাঘাটে বেরনোও দুরূহ হয়ে পড়ে ৷

আরও পড়ুন:Jaishankar at UNSC: দেশবাসীকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনাই ভারতের প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন জয়শঙ্কর

পরিস্থিতি ক্রমে অগ্নিগর্ভ হয়ে উঠছে দেখে তাঁরা আর ঝুঁকি নেননি ৷ সুপ্রিয় 28 জুলাই এবং শানু 4 অগস্ট দেশে ফিরেছেন ৷ টিভি আর সামাজিক মাধ্যমে এখন নিজেদের কর্মস্থলের ছবি দেখে আঁতকে উঠছেন তাঁরা । এখনও তাঁদের পরিচিত অনেকে আটকে রয়েছে আফগানিস্তানে ৷ তালিবানের কবল থেকে সুরক্ষিতভাবে তাঁরাও যাতে নিজেদের বাড়ি ফিরতে পারেন সেই প্রার্থনা করেছেন সুপ্রিয় ও শানু ৷

চোখের সামনেই মিসাইল হামলা, কাবুল থেকে ফিরেও আতঙ্ক কাটেনি সুপ্রিয়-শানুর

আরও পড়ুন:Afghanistan : আফগান সেনার জন্য খরচ করা কয়েক বিলিয়ন ডলারে লাভ হয়েছে তালিবানদেরই

Last Updated : Aug 19, 2021, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details