নবদ্বীপ, 8 মে : দেড় মাস আগে জেলেদের জালে উঠে আসে ছোট তিনটি কচ্ছপ ৷ তা দেখে নবদ্বীপের স্বরূপগঞ্জের এক মিষ্টান্ন ব্যবসায়ী মিঠুন ঘোষ সেগুলি কিনে নেন (Nadia Man Released Turtles in Ganga) ৷ তিনি ভেবেছিলেন, জেলেরা কচ্ছপগুলিকে বাজারে বিক্রি করে দিলে কেউ তা কিনে ফেয়ে ফেলবে ৷ তাই দেড় হাজার টাকা দিয়ে তিনি কচ্ছপগুলো কিনে বাড়ি নিয়ে আসেন ৷
জালে পড়ার ফলে কচ্ছপগুলির গলায় জালের দাগ ছিল ৷ বেশ কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছিল ৷ সেগুলির চিকিৎসা করে, অনলাইন থেকে তাদের পছন্দের খাবার আনিয়ে ধীরে ধীরে সেগুলিকে বড় করে তোলেন ৷ এরপর শনিবার ওই তিনটি কচ্ছপকে বাড়ির পাশে গঙ্গায় ছেড়ে দেন ৷