পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানের দাপটে লাখ লাখ টাকার ক্ষতির মুখে নদিয়ার ফুলচাষিরা - ফুল চাষি

লকডাউনের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত নদিয়ার ফুল চাষিরা। নদিয়ার পূর্ণনগর, চাপড়া ধানতলা শহর এলাকায় মূলত কয়েক হাজার পরিবার ফুলের চাষ করেই সংসার চালান। সূত্রের খবর, প্রত্যেক বছর ব্যাঙ্ক ও স্থানীয় মহাজনদের কাছ থেকে টাকা ধার করে ফুলের চাষ করেন চাষিরা। কিন্তু এবছর নগরায়নের কারণে সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় ফুলের কোনও বিক্রি নেই। ফলে জমির ফুল জমিতেই নষ্ট হচ্ছে। তার উপর আমফানের মত ঝড়ের তাণ্ডব , যার জেরে মাটির ফুল গাছ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে কয়েক লাখ টাকার ফুল গাছ।

flower cultivation
ক্ষতিগ্রস্ত ফুলচাষিরা

By

Published : May 27, 2020, 6:27 PM IST

নদিয়া, 27 মে : একদিকে কোরোনা আবহে লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ ফুল বিক্রি। তার উপর আমফান ঝড় এখন সর্বস্বান্ত নদিয়ার ফুলচাষিরা। ক্ষতি প্রায় লাখ লাখ টাকা।

কোরোনা সংক্রমণ ঠেকাতে প্রায় তিন মাস ধরে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত নদিয়ার ফুল চাষিরা। নদিয়ার পূর্ণনগর, চাপড়া ধানতলা শহর এলাকায় মূলত কয়েক হাজার পরিবার ফুলের চাষ করেই সংসার চালান। সূত্রের খবর, প্রত্যেক বছর ব্যাঙ্ক ও স্থানীয় মহাজনদের কাছ থেকে টাকা ধার করে ফুলের চাষ করেন চাষিরা। কিন্তু এবছর নগরায়নের কারণে সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় ফুলের কোনও বিক্রি নেই। ফলে জমির ফুল জমিতেই নষ্ট হচ্ছে। তার উপর আমফানের মত ঝড়ের তাণ্ডব , যার জেরে মাটির ফুল গাছ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে কয়েক লাখ টাকার ফুল গাছ। নদিয়ায় শুধুমাত্র গাঁদা ফুলের চাষ নয় রয়েছে চন্দ্রমল্লিকা রজনীগন্ধা, গোলাপের মত দামি ফুল চাষ। যেগুলো চাষ করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয়। মহাজনের টাকা বা ব্যাঙ্কের ঋণ শোধ করাটাই চাষিদের কাছে এখন দুঃস্বপ্নের মতো। কী করে ঋণ শোধ করবে আর সংসারের খরচ চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা।

এই অবস্থায় একাধিক ফুলচাষিদের আশঙ্কা, সরকার যদি ফুল চাষিদের জন্য কোন আর্থিক সাহায্যের ব্যবস্থা না করে তবে দেনার দায়ে পরিবারকে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই অবস্থায় ফুল চাষিদের জন্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করে সে দিকেই তাকিয়ে ফুলচাষিরা।

ABOUT THE AUTHOR

...view details