কৃষ্ণনগর, 28 জুলাই : রাজ্যের প্রাইমারি শিক্ষকদের অনশনের রেশ কাটতে না কাটতে ফের অনশনের হুমকি । এবার অনশনের হুমকি দিলেন নদিয়া জেলার পঞ্চায়েতের গ্রুপ ডি'র শতাধিক চাকরিপ্রার্থী । তাঁদের অভিযোগ, চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পর 11 মাস পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি । জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের কাছে দরবার করেছেন । কিন্তু, কেউ আশার কথা শোনাতে পারেননি । সেকারণে তাঁরা অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন । গত পাঁচদিন ধরে কৃষ্ণনগর জেলা পরিষদ গেটের সামনে অবস্থান করছেন চাকরিপ্রার্থীরা ।
চাকরিপ্রার্থীরা জানান, 2018 সালের প্রথম দিকে নদিয়া জেলা প্রশাসনের তরফে পঞ্চায়েতে গ্রুপ ডি পদে নিয়েগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় । সেবছরের 3 মার্চ লিখিত পরীক্ষা নেওয়া হয় । মৌখিক হয় জুন মাসে । অগাস্ট মাসে মেরিট লিস্ট বের হয় । তারপর কেটে গেছে 11 মাস । আগামী মাসে একবছর হবে । কিন্তু, নিয়োগপত্র দেওয়া হয়নি ।
অবস্থানরত চাকরিপ্রার্থী অনুরূপ বিশ্বাস বলেন, "প্রায় একবছর হতে চলল অথচ আমরা নিয়োগপত্র পেলাম না । গত ছ'মাস আগে থেকে আমরা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করছি । জেলা পরিষদের সভাধিপতিকেও বিষয়টি জানানো হয়েছে । সবাই বলছেন দেখছি, দেখব । আমাদের ধৈর্যের বাঁধ এবারে ভাঙছে । অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি । এতদিন অবস্থান করলাম, এবার অনশন শুরু করব ।"