পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার অনশনে বসছেন নদিয়া জেলার পঞ্চায়েতের চাকরিপ্রার্থীরা - group d candidates

চাকরিপ্রার্থীরা জানান, 2018 সালের প্রথম দিকে নদিয়া জেলা প্রশাসনের তরফে পঞ্চায়েতে গ্রুপ ডি পদে নিয়েগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় । সেবছরের 3 মার্চ লিখিত পরীক্ষা নেওয়া হয় । মৌখিক হয় জুন মাসে । অগাস্ট মাসে মেরিট লিস্ট বের হয় । তারপর কেটে গেছে 11 মাস । আগামী মাসে একবছর হবে । কিন্তু, নিয়োগপত্র দেওয়া হয়নি ।

নদিয়া

By

Published : Jul 28, 2019, 3:43 AM IST

Updated : Jul 28, 2019, 6:42 AM IST

কৃষ্ণনগর, 28 জুলাই : রাজ্যের প্রাইমারি শিক্ষকদের অনশনের রেশ কাটতে না কাটতে ফের অনশনের হুমকি । এবার অনশনের হুমকি দিলেন নদিয়া জেলার পঞ্চায়েতের গ্রুপ ডি'র শতাধিক চাকরিপ্রার্থী । তাঁদের অভিযোগ, চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পর 11 মাস পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি । জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের কাছে দরবার করেছেন । কিন্তু, কেউ আশার কথা শোনাতে পারেননি । সেকারণে তাঁরা অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন । গত পাঁচদিন ধরে কৃষ্ণনগর জেলা পরিষদ গেটের সামনে অবস্থান করছেন চাকরিপ্রার্থীরা ।

চাকরিপ্রার্থীরা জানান, 2018 সালের প্রথম দিকে নদিয়া জেলা প্রশাসনের তরফে পঞ্চায়েতে গ্রুপ ডি পদে নিয়েগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় । সেবছরের 3 মার্চ লিখিত পরীক্ষা নেওয়া হয় । মৌখিক হয় জুন মাসে । অগাস্ট মাসে মেরিট লিস্ট বের হয় । তারপর কেটে গেছে 11 মাস । আগামী মাসে একবছর হবে । কিন্তু, নিয়োগপত্র দেওয়া হয়নি ।

অবস্থানরত চাকরিপ্রার্থী অনুরূপ বিশ্বাস বলেন, "প্রায় একবছর হতে চলল অথচ আমরা নিয়োগপত্র পেলাম না । গত ছ'মাস আগে থেকে আমরা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করছি । জেলা পরিষদের সভাধিপতিকেও বিষয়টি জানানো হয়েছে । সবাই বলছেন দেখছি, দেখব । আমাদের ধৈর্যের বাঁধ এবারে ভাঙছে । অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি । এতদিন অবস্থান করলাম, এবার অনশন শুরু করব ।"

আর এক চাকরিপ্রার্থী মনোরমা দত্ত বলেন, চূড়ান্ত মেধাতালিকায় 132 জন চাকরিপ্রার্থী জায়গা পেয়েছিলেন । 70 জন ওয়েটিং লিস্টে রয়েছেন । আমরা একজোট হয়েছি । কতদিন এভাবে চলবে জানি না । একাধিকবার জেলা পরিষদের সভাধিপতির কাছে দরবার করেছি । তিনি দেখছি, দেখব বলছেন । এভাবে চলতে পারে না । আমরা অনশনের সিদ্ধান্ত নিয়েছি । হাতে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব ।"

অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন চাকরিপ্রার্থী মনোরমা দত্ত

এবিষয়ে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, "আগের বোর্ডে পরীক্ষা দিয়েছিল ওরা । আমি আসার পর দু-একবার দেখা করেছে । ওরা চাকরি পাক সেটা আমিও চাই । পঞ্চায়েত দপ্তরে এনিয়ে কথা বলেছি । রাজ্যে রিপোর্ট পাঠিয়েছি । রাজ্য সরকারের পক্ষ থেকেও বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে বলে আমার বিশ্বাস ।"

PRT স্কেল চালুর দাবিতে গত 13 জুলাই তেকে সল্টলেকে অনশন শুরু করেছিলেন একদল প্রাথমিক শিক্ষক ৷ টানা 14 দিন অনশনের পর প্রাথমিক শিক্ষকদের পে গ্রেড বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্য সরকার । তারপরই অনশন প্রত্যাহার করেন শিক্ষকরা । এবার নিজেদের দাবি আদায়ে সেই অনশনের পথেই হাঁটতে চলেছেন নদিয়া জেলার পঞ্চায়েতের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা ।

Last Updated : Jul 28, 2019, 6:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details