পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Repolls: ব্যর্থ হল দু'দিনের লড়াই ! কৃষ্ণনগরে বোমার আঘাতে জখম সিপিএম কর্মীর মৃত্যু - কৃষ্ণনগরে বোমার আঘাতে

ভোটের দিন বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন ওই সিপিএম কর্মী ৷ দু'দিন হাসপাতালে ভরতি থাকার পর আজ তাঁর মৃত্যু হয় ৷

Panchayat Repolls
বোমার আঘাতে জখম সিপিএম প্রার্থীর মৃত্যু হল

By

Published : Jul 10, 2023, 1:19 PM IST

Updated : Jul 10, 2023, 1:55 PM IST

কৃষ্ণনগরে বোমার আঘাতে জখম সিপিএম কর্মীর মৃত্যু

কৃষ্ণনগর, 10 জুলাই:ভোট পরবর্তী হিংসা অব্যাহত ৷ আজ সোমবার রাজ্যজুড়ে চলছে পুনর্নির্বাচন ৷ এরমধ্যেই প্রাণ গেল আরও একজনের ৷ নদিয়ার কৃষ্ণনগরে বোমার আঘাতে মৃত্যু হল সিপিএম কর্মীর। বোমার আঘাতে জখম হয়ে হাসপাতালে দু'দিন ভরতি ছিলেন তিনি ৷ আজ তাঁর মৃত্যু হয় ৷ মৃতের নাম নাম শুকুর আলি শেখ ৷ বয়স আনুমানিক 60 বছর। ঘটনায় কাঠগড়ায় তৃণমল ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গত 8 জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন নদিয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার ভালুকা আনন্দবাসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি ও মারধর করে বলে অভিযোগ। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি হন। দু'দিন ধরে চিকিৎসা চলার পর শুকুর আলি শেখের মৃত্যু হয় ওই হাসপাতালে।

ঘটনায় পরিবারের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আনন্দবাস এলাকার 232 নম্বর বুথের সিপিএম প্রার্থী তাঁর বউমা সৌমিতা বিবি। প্রার্থীর আত্মীয় হওয়ার পাশাপাশি শুকুর এলাকার একজন পরিচিত সিপিএম কর্মীও বটে। সিপিএম কর্মীর মৃত্যুতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন:জমি থেকে মিলল নিখোঁজ বিজেপি কর্মীর দেহ, ধুবুলিয়ায় বিক্ষোভ

এই বিষয়ে ওই এলাকার সিপিএম নেতা সুফি বিশ্বাস বলেন, "ভোটের দিন দেদার ছাপ্পা চলছিল। তার প্রতিবাদ করতে গেলে বোমাবাজি করে দুষ্কৃতীরা। আর সেই বোমাবাজির আঘাতে গুরুতরভাবে জখম হন তিনি ৷ এমনকী বোমার আঘাতে তিনি লুটিয়ে পড়ার পরও বাঁশ, রড এবং লাঠি দিয়ে শুকুরকে বেধড়ক মারধর করা হয়। সেই বোমার আঘাতে শুকুর-সহ বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ আজ তাঁর মৃত্যু হয়েছে ৷ এই ঘটনা ঘটিয়েছে শাসকদলের লোকেরা।" উল্লেখ্য, ভোটের দিন রাজনৈতিক হিংসায় এখনও পর্যন্ত মোট 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Last Updated : Jul 10, 2023, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details