কৃষ্ণনগর, 23 এপ্রিল : ভোটের আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা । নদিয়ার বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের সদস্য তারক মৈত্রের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভরতি বোমা । শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।
নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার ব্যাগ ভরতি বোমা - shantipur
ভোটের আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা । শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে ।
উদ্ধার হল বোমা
তারক মৈত্রর বক্তব্য, "ভোটের আগে আমাকে ভয় দেখানোর জন্য কোনও বিরোধী শক্তি এইভাবে বোমা রেখেছিল ।"