পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরও 14 দিনের জন্য় বন্ধ নবদ্বীপের মন্দির - nabadwip

রাজ্য সরকারের নির্দেশে সমস্ত ধর্মীয় স্থান মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদুয়ারা খোলার কথা বলা হয়েছে । কিন্তু নদিয়া চৈতন্য মহাপ্রভুর পীঠস্থান নবদ্বীপে খুলছে না কোনও মন্দির ৷

আরো 14 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নবদ্বীপের মন্দির গুলি
আরো 14 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নবদ্বীপের মন্দির গুলি

By

Published : Jun 3, 2020, 1:56 PM IST

নদিয়া, 3 জুন: পয়লা জুন থেকেই রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷ তা সত্ত্বেও এখনই খুলছে না নদিয়ার নবদ্বীপের মন্দিরগুলি ৷ আরও 14 দিন মন্দির বন্ধ রাখার পর এই নিয়ে সিদ্ধান্ত নেবে মন্দির কর্তৃপক্ষ ৷

রাজ্য সরকারের নির্দেশে সমস্ত ধর্মীয় স্থান মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদুয়ারা খোলার কথা বলা হয়েছে । কিন্তু নদিয়া চৈতন্য মহাপ্রভুর পীঠস্থান নবদ্বীপে খুলছে না কোনও মন্দির ৷ পাশাপাশি মন্দিরের সদর দরজা বন্ধ রয়েছে মায়াপুর ইসকন মন্দিরেরও । নবদ্বীপ শহর জুড়ে ছোট-বড় মিলিয়ে কয়েকশো মন্দির রয়েছে ৷ দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় ধরে চলছে লকডাউন । বন্ধ রয়েছে মন্দিরগুলি ৷ কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি নিয়ম মেনে মন্দির খোলার কথা বলেছেন সেটা সম্ভব নয় । তার কারণ সারা জেলার পাশাপাশি নবদ্বীপে একাধিক কোরোনা পজ়িটিভের খোঁজ পাওয়া গেছে ।

ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে নবদ্বীপের বাবলারি গ্রাম পঞ্চায়েতের একাংশ রেড জোন হিসাবে ঘোষিত হয়েছে । পাশাপাশি জেলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা । তাই আগামী 14 দিন মন্দিরগুলি বন্ধ রাখা হবে । আগামী দিনে পরিস্থিতি পর্যালোচনা করে ধীরে ধীরে মন্দির খোলার কথা চিন্তা করবেন বলেও জানিয়েছেন তারা ।

ABOUT THE AUTHOR

...view details