নদিয়া, 21 মে : বছর পঁচিশের যুবক সৌরভ সরকার ভুগছিলেন শিরদাঁড়ার সমস্যায় ৷ শিরদাঁড়ার একদম শেষে অর্থাৎ পায়ুদ্বারের উপরে পুঁজরক্ত জমে গিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন তিনি ৷ ফলে সোজা হয়ে হাঁটাচলাও করতে পারতেন না । ডাক্তাররা একপ্রকার জানিয়েই দিয়েছিল, বাকি জীবনটাও এভাবেই কাটবে (Nabadwip State General Hospital) ৷
সেই অসাধ্যই সাধন করলেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ৷ তাঁদের জন্যই এবার আর পাঁচজনের মতোই মতো সোজা হয়ে চলবেন সৌরভ ৷ গোটাটাই সম্ভব হয়েছে শল্য চিকিৎসক বকুলচাঁদ শেখের অক্লান্ত পরিশ্রমের ফলে । এই ধরনের জটিল অস্ত্রোপচার শুধুমাত্র মেডিক্যাল কলেজ বা আধুনিক বেসরকারি নার্সিংহোমেই করা সম্ভব ৷ কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মতো একটি আঞ্চলিক সরকারি হাসপাতালেই সেই জটিল অস্ত্রোপচারে সফলতা এনে কার্যত নজির স্থাপন করলেন চিকিৎসকরা (Nabadwip State General Hospital has successfully done complicated Spinal surgery) ।