নবদ্বীপ, 21 মার্চ : সকাল থেকেই চলছে জনতার কারফিউ । আর সেই জনতা কারফিউয়ের জেরেই ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে না পারে, তার জন্য তালাবন্ধ করে দেওয়া হল নদিয়ার নবদ্বীপ মহাপ্রভু মন্দিরের দরজা ।
জনতা কারফিউ : বন্ধ নবদ্বীপের মহাপ্রভু মন্দির - coronavirus latest update
জনতা কারফিউয়ের জেরে আজ বন্ধ নবদ্বীপের মহাপ্রভু মন্দির ৷
কোরোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সে কারণেই আজ সারা দেশজুড়ে জনতার কারফিউ পালন করার কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। সেইমতো সকাল সাতটা থেকে শুরু হয়েছিল জনতার কারফিউ । গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও প্রভাব পড়েছে । সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ হয়ে রয়েছে । সেই কোরোনা সতর্কতাকে মাথায় রেখেই আজ বন্ধ করে দেওয়া হল নদীয়ার নবদ্বীপের মহাপ্রভু মন্দির।
মন্দিরের সেবক রূপ গোস্বামী বলেন, "যত মানুষের সমাগম কম হবে ততই কোরোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। সে কারণেই আজকের দিনটিতে আমরা মন্দির বন্ধ করে রেখেছি, যাতে মানুষজন না প্রবেশ করতে পারে। আগামীকাল থেকেই নিয়ম অনুযায়ী আবার মন্দিরের দরজা খুলে রাখা হবে।"