নবদ্বীপ, 17 মে : লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের জুনিয়ার অ্যাডভোকেট ও আইনের ছাত্রছাত্রীরা ।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অংশিক লকডাউনের নির্দেশ জারি করেছে সরকার । যার ফলে ট্রেন, বাস পরিষেবা সহ সব রকম গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে । স্বাভাবিকভাবেই এইসব প্রতিষ্ঠান কর্মরত কর্মীরা বা ট্রেনে বাসে যারা হকারি করে নিজেদের জীবিকা নির্বাহ করেন সেইসব মানুষজন আজ কর্মহীন হয়ে পড়েছেন । এই কড়া বিধিনিষেধে অসহায় দরিদ্র পরিবারগুলি পাশে থেকে, তাঁদের সুষম খাদ্য সরবরাহের দায়িত্বভার তুলে নিলেন নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের জুনিয়র আইনজীবী ও আইনের ছাত্র-ছাত্রীরা । রবিবার দুপুরে নবদ্বীপ বেদরাপাড়া সংলগ্ন হাইল্যান্ড কলোনি এলাকায় দুই শতাধিক অসহায় মানুষদের খাবার বিতরণ করা হয় ৷ এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বেশ কয়েকজন সহানুভূতিশীল মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা ।