নবদ্বীপ, 20 মার্চ : কোরোনার সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেই জন্য ভক্তদের দর্শনের সময়সীমা কমানো হল মায়াপুর ইসকন মন্দিরে ৷ এর সঙ্গে বন্ধ করে দেওয়া হল গেস্টহাউস এবং প্রসাদ বিতরণ কেন্দ্র ।
কোরোনা : মায়াপুর-ইসকনে বন্ধ গেস্ট হাউস - Mayapur
কোরোনার জেরে মায়াপুর ইসকনে বন্ধ হল গেস্ট হাউস ৷ সঙ্গে কমিয়ে দেওয়া হল গেস্ট হাউস এবং প্রসাদ বিতরণ কেন্দ্র।
কলকাতায় কোরোনার খবর পাওয়ার পর রাতারাতি এ রাজ্যের আতঙ্কের পারদ অনেকটা বেড়েছে । ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজ গুলি সহ ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । এবার সেই কথা মাথায় রেখেই বিভিন্ন পদক্ষেপ নিল নদিয়া,নবদ্বীপের মায়াপুর ইসকন কর্তৃপক্ষ ।
এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, অন্যান্য দিন ইসকন মন্দির ভোর 4টে থেকে একটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে । সেটি কমিয়ে সকাল দশটার আগে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ নিষেধ । সেইসঙ্গে মন্দিরে প্রবেশ করার সময় হাত পা ভালো করে পরিষ্কার করে নিতে হবে ৷ সিকিউরিটি গাইড করে নিয়ে যাবে । পাশাপাশি 15 এপ্রিল পর্যন্ত ইসকনের গেস্ট হাউস বন্ধ থাকবে । যাঁদের বুকিং রয়েছ, তা বাতিল করা হবে । নতুন করে কোনও বুকিং নেওয়া হবে না । এর পাশাপাশি তিনি বলেন, মায়াপুর ইসকন মন্দিরে যে প্রসাদ বিতরণী কেন্দ্র রয়েছে তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ।