নদিয়া, 18 মে:পেশায় একজন বেসরকারি প্রতিষ্ঠানের সাধারণঅ্যাকাউন্ট্যান্ট অঙ্কন বিশ্বাস ৷ হিসেব-নিকেশ তাঁর ভালোই জানা ৷ কিন্তু হিসেবি অ্যাকাউন্ট্যান্টের ব্যাংকে যে বেহিসেবি টাকার লেনদনের হদিশ মিলবে, তা কে জানত ৷ বেসরকারি প্রতিষ্ঠানের ওই হিসেব পরীক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ ৷ তবে অভিযুক্তকে না-পেয়ে তাঁর বাবাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ পুলিশের । নদিয়ার হাঁসখালি থানার গোবিন্দপুর কলোনির ঘটনা ৷
সূত্রের খবর, গোবিন্দপুর কলোনির বাসিন্দা অঙ্কন হিসেব পরীক্ষকের কাজ করেন। তবে বাড়িটি বেশ বিলাসবহুল ৷ সম্প্রতি দিল্লির বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অঙ্কনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমার হদিশ মেলে। ইতিমধ্যেই 7 কোটি টাকা একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। যা নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করে । তদন্ত করতে বুধবার অঙ্কনের হাঁসখালির বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। অঙ্কনের বাবা গোকুল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তারা ৷ তার কথায় বেশ কিছু অসংগতি ধরা পড়ায় অঙ্কনের বাবাকে গ্রেফতার করা হয় ৷