পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mysterious Money Transfer: অ্যাকাউন্ট্যান্টের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, খবর পেয়ে দিল্লি পুলিশের হানা - অ্যাকাউটেন্টের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন

অ্যাকাউন্ট্যান্টের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনেহর হদিশ মিলল ৷ খবর পেয়েই বাড়িতে দিল্লি পুলিশের হানা ৷ উধাও অভিযুক্ত ৷

Etv Bharat
অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন

By

Published : May 18, 2023, 6:55 PM IST

অ্যাকাউন্ট্যান্টের অ্যাকাউন্টে বেআইনি টাকা লেনদেন

নদিয়া, 18 মে:পেশায় একজন বেসরকারি প্রতিষ্ঠানের সাধারণঅ্যাকাউন্ট্যান্ট অঙ্কন বিশ্বাস ৷ হিসেব-নিকেশ তাঁর ভালোই জানা ৷ কিন্তু হিসেবি অ্যাকাউন্ট্যান্টের ব্যাংকে যে বেহিসেবি টাকার লেনদনের হদিশ মিলবে, তা কে জানত ৷ বেসরকারি প্রতিষ্ঠানের ওই হিসেব পরীক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ ৷ তবে অভিযুক্তকে না-পেয়ে তাঁর বাবাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ পুলিশের । নদিয়ার হাঁসখালি থানার গোবিন্দপুর কলোনির ঘটনা ৷

সূত্রের খবর, গোবিন্দপুর কলোনির বাসিন্দা অঙ্কন হিসেব পরীক্ষকের কাজ করেন। তবে বাড়িটি বেশ বিলাসবহুল ৷ সম্প্রতি দিল্লির বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অঙ্কনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমার হদিশ মেলে। ইতিমধ্যেই 7 কোটি টাকা একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। যা নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করে । তদন্ত করতে বুধবার অঙ্কনের হাঁসখালির বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশ। অঙ্কনের বাবা গোকুল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তারা ৷ তার কথায় বেশ কিছু অসংগতি ধরা পড়ায় অঙ্কনের বাবাকে গ্রেফতার করা হয় ৷

এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে দিল্লি পুলিশ । বৃহস্পতিবার অঙ্কনের বাবাকে নিয়ে দিল্লি পাড়ি দিয়েছে পুলিশ। এই বিষয়ে অভিযুক্তের পক্ষের আইনজীবী তন্ময় দে বলেন, "অঙ্কন এবং তার বাবা গোকুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার তাদের আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাচ্ছে পুলিশ । তাদের বিরুদ্ধে মূলত হিসাব বর্হিভূত কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে । পরবর্তীকালে তদন্ত প্রক্রিয়া চলবে ৷ তদন্তের উঠে আসা তথ্য অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে ৷"

আরও পড়ুন: ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসে ধৃত 2 প্রার্থী

এই বিষয়ে এক প্রতিবেশী জানান, অঙ্কন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং তার বাবা পেশায় দাঁতের ডাক্তার ৷ কিন্তু ওই পরিবার কোটি কোটি টাকা কেথায় পেয়েছেন সেই ব্যাপারটি বিষয়ে কিছুই জানেন না তারা ৷

ABOUT THE AUTHOR

...view details