পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবকের রহস্যমৃত্যুতে উত্তপ্ত নদিয়া, পুলিশকে ঘিরে বিক্ষোভ - নদিয়ার খবর

এক যুবকের রহস্যমৃত্যুতে (Mysterious Death) উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার (Nadia) হাঁসখালি ৷ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে যুবকটির দেহ ৷ তাঁকে শ্বাসরোধ করে খুন (Murder) করা হয়েছে বলে অভিযোগ ৷ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

mysterious death of man at Nadia, dead body recovered from pond
যুবকের রহস্যজনক মৃত্যুতে উত্তপ্ত নদিয়া, পুলিশকে ঘিরে বিক্ষোভ

By

Published : Jul 18, 2021, 3:50 PM IST

নদিয়া, 18 জুলাই : এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) হাঁসখালিতে ৷ মৃতের পরিবারের দাবি, শ্বাসরোধ করে খুন (Murder) করা হয়েছে ওই যুবককে ৷ মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ।

নদিয়ার হাঁসখালির সনাতনপুর আঁটির পাড়া এলাকার ঘটনা । মৃতের পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতো গতকাল সন্ধেয় কলাতলা বাজারে কম্পিউটার শিখতে গিয়েছিলেন 25 বছরের প্রশান্ত বিশ্বাস ৷ রোজ রাত 11টায় বাড়ি ফিরতেন তিনি ।

মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে বিএ পাশ করে চাকরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিতে যেতেন প্রশান্ত । তাঁরা দুই ভাই ৷ বড়ভাই সুকান্ত বিশ্বাস ফুলের চাষ করেন । প্রতিদিন রাত 2টোয় তিনি ফুল বেচতে বাজারে যান । আজও ফুল বেচতে যাওয়ার সময় মোটর সাইকেল না পেয়ে ভাইয়ের ঘরে গিয়ে তিনি দেখেন প্রশান্ত ঘরে নেই । তখন চারিদিকে শুরু হয়ে যায় খোঁজ খবর ৷

কিছুক্ষণ পরে বাড়ির সামনে পুকুরের কাছেই মোটর সাইকেলটি দেখতে পায় প্রশান্তর পরিবার । খবর পেয়ে সেখানে ছুটে যান প্রতিবেশীরাও । একটু দূরেই পুকুরে প্রশান্তর দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা জল থেকে মৃতদেহ তুলে আনেন । প্রশান্তের বাবা শ্রীকান্ত বিশ্বাসের দাবি, "আমার ছেলেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।" স্থানীয়রা হাঁসখালি থানায় খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছেতে দেরি করায় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন ।

প্রতিবেশীদের দাবি, গ্রামে প্রতিদিন সন্ধ্যা হলেই মদ ও জুয়ার আসর বসে ৷ পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে । কোনও দিন গ্রামে পুলিশ টহল দিতে আসে না । এমনই নানা অভিযোগ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেন । তাঁদের দাবি, আগে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে । এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ প্রশান্তের অকালপ্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

ABOUT THE AUTHOR

...view details