রানাঘাট , 11 মে : লকডাউনের মধ্যেই সম্প্রীতির নজির রানাঘাটে । দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এক মুমূর্ষ রোগীকে রোজ়া ভেঙে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন এক মুসলিম মহিলা । রানাঘাট মহকুমা হাসপাতালের ঘটনা ৷
কোরোনা মোকাবিলায় লকডাউনের জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে ৷ রক্তের চাহিদার অনুপাতে জোগান মিলছে না ঠিক মতো ৷ তাই লকডাউনের মধ্যে অনলাইনের মাধ্যমে রক্ত জোগান করার জন্য নদিয়া শান্তি সেবা কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি হয় ৷ দীর্ঘদিন ধরে রানাঘাটে জটিল রোগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জ্যোৎস্না রায় নামে এক মহিলা ।