শান্তিপুর, 15 এপ্রিল: অপ্রকৃতস্থ অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া এলাকায় । শুক্রবার সন্ধ্যাবেলায় যৌনাঙ্গে একাধিক সেফটিপিন আটকানো অবস্থায় উদ্ধার হয়েছে বছর 40-এর মলয় বসাকের পচাগলা দেহ । মৃতের স্ত্রীর দাবি, খুন করা হয়েছে স্বামীকে। তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, ফুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা মলয় বসাক, পেশায় টোটো চালক ছিলেন। নিমতলার বাসিন্দা শিপ্রা বসাকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের একটি 10 বছরের পুত্র সন্তানও রয়েছে। বুধবার স্ত্রী শিপ্রা বসাক ও পুত্র সন্তান গিয়েছিলেন পাশের গ্রামে বাপের বাড়ি গাজন উৎসবে। শুক্রবার বিকেলে হঠাৎ ছেলে বাড়িতে আসে । এসে দেখে, মাটিতে পড়ে রয়েছেন তার বাবা। এই দেখে ছেলে ছুটে জানাতে যায় মাকে । স্ত্রী এসে দেখেন, বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন স্বামী । সেই সঙ্গে পচা দুর্গন্ধও বেরোচ্ছে । এরপরেই চিৎকার চেঁচামেচি করে এলাকাবাসীদের ডেকে আনেন স্ত্রী শিপ্রা। খবর পেয়ে পরিবারের আত্মীয়রাও ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশেও । শান্তিপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে। শনিবার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।