তেহট্ট, 7 জুন : বাড়ির ভেতরে ঢুকে এক মহিলা ও এক তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । নদিয়ার তেহট্ট এলাকার তরুণীপুরের ঘটনা ।অভিযোগ, সোমবার সকালে ওই এলাকার বাসিন্দা জিন্নাত আলি শেখের বাড়িতে হঠাৎই ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় কামরুল মণ্ডল নামে এক যুবক । এরপর জিন্নাত আলি শেখের ঘুমন্ত স্ত্রীকে আঘাত করে সে ৷
পাশের ঘর থেকে মেয়ে ছুটে এলে ওই তরুণীকেও কোপ মারা হয় বলে অভিযোগ । আক্রান্ত রেশমী খাতুন ও তাঁর মা রোশনারা বিবিকে তেহট্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পিছনে প্রেমঘটিত কোনও কারণ থাকার ইঙ্গিত করছেন আক্রান্ত রোশনারা বিবির স্বামী জিন্নাত আলি শেখ ।