পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তেহট্টে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কোপাল যুবক ! - নদিয়ার খবর

তেহট্টে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

mother daughter attacked by man in tehatta
তেহট্টে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কোপাল যুবক !

By

Published : Jun 7, 2021, 2:54 PM IST

তেহট্ট, 7 জুন : বাড়ির ভেতরে ঢুকে এক মহিলা ও এক তরুণীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । নদিয়ার তেহট্ট এলাকার তরুণীপুরের ঘটনা ।অভিযোগ, সোমবার সকালে ওই এলাকার বাসিন্দা জিন্নাত আলি শেখের বাড়িতে হঠাৎই ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় কামরুল মণ্ডল নামে এক যুবক । এরপর জিন্নাত আলি শেখের ঘুমন্ত স্ত্রীকে আঘাত করে সে ৷

পাশের ঘর থেকে মেয়ে ছুটে এলে ওই তরুণীকেও কোপ মারা হয় বলে অভিযোগ । আক্রান্ত রেশমী খাতুন ও তাঁর মা রোশনারা বিবিকে তেহট্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পিছনে প্রেমঘটিত কোনও কারণ থাকার ইঙ্গিত করছেন আক্রান্ত রোশনারা বিবির স্বামী জিন্নাত আলি শেখ ।

আরও খবর:কাঁকড়া ধরার সময় ঝাঁপিয়ে পড়ল বাঘ, গোসাবায় মৃত্যু মৎস্যজীবীর

তিনি বলেছেন, "অভিযুক্ত কামরুল মণ্ডলের বাড়িতে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল ৷ হঠাৎই আমার বাড়িতে ও হামলা চালায় । আমি আর আমার ছেলে বাড়িতে না-থাকায় আমার স্ত্রী ও মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে । তবে কী কারণে হঠাৎ আমার বাড়িতে হামলা চালাল তা কিছুই বুঝতে পারছি না ।"

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details