রানাঘাট(নদিয়া), 31 ডিসেম্বর: নতুন বছরের আগেই নদিয়ায় ধাক্কা খেল শাসকদল । তৃণমূলের প্রাক্তন প্রধান-সহ 200 জন কর্মী যোগদান করলেন বিজেপিতে (BJP) ৷ শুক্রবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) হাত ধরে তাঁরা গেরুয়া শিবিরে যোগদান করেন ।
শুক্রবার রাতে নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর গ্রাম পঞ্চায়েত (Tarapur Gram Panchayat) এলাকার একটি বাজারে এক কর্মী সভার (Workers Meeting) আয়োজন করে বিজেপি । ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন এলাকার সাংসদ জগন্নাথ সরকার (BJP MP of Ranaghat Jagannath Sarkar) । এই কর্মী সভাতেই তারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান (Former Pradhan) বিপুল মণ্ডল প্রায় 200 জন তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে যোগদান করেন বিজেপিতে (More than 150 TMC workers join BJP at Ranaghat) ।
যোগদান পর্বের শেষে বিপুল বলেন, "পঞ্চায়েত প্রধান থাকাকালীন আমাকে কাজ করতে দেয়নি দলের উঁচু স্তরের নেতারা । এরপর 2022 সালের জানুয়ারি মাসে ছলপূর্বক আমাকে পদত্যাগ করানো হয় ।"এখনও পর্যন্ত তিনি তারাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হিসেবেই (Panchayat Member) রয়েছেন । তাঁর বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, " তৃণমূলের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে ৷ এছাড়াও এতদিন যে দলটি করেছি সেখানে থেকে মানুষের চোখের জল মোছানো যাবে না । স্বজনপোষণ নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব না ৷ এই দলে শুধুই গোষ্ঠিদ্বন্দ্ব। স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে মানুষের স্বার্থে কাজ করতে হলে তৃণমূল দলটি ত্যাগ করতেই হবে ৷ তাই আমরা দলত্যাগ করে মোদিজির বিশ্বাসে বিশ্বাসী হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম ।"