শান্তিপুর, 15 এপ্রিল :প্রসূতি মহিলার মৃত্যুতে ভাঙচুর করা হল বেসরকারি হাসপাতাল ৷ সোমা পাসোয়ান, বয়স আনুমানিক 27 বছরের এক মহিলার সিজারের পর মৃত্যু হয়। এরপরই নার্সিংহোমের নিচেরতলার অফিস, কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র ভেঙে চুরমার করে প্রসূতির পরিবার, প্রতিবেশীরা বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী (Mob vandalizes Nursing Home for pregnant woman death after delivery in Santipur) ।
মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মারা গিয়েছেন প্রসূতি । এর আগেও ভুল চিকিৎসায় আরেক প্রসূতি মহিলার মৃত্যু হয়েছিল এই বেসরকারি হাসপাতালেই । বৃহস্পতিবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ার বাসিন্দা দুর্গা পাসোয়ান তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শান্তিপুর 1 নম্বর রেলগেট সংলগ্ন শ্রীকৃষ্ণ হেলথকেয়ারে ভর্তি করান ।