পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santipur Woman Death After Delivery : শান্তিপুরে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর

বেসরকারি হাসপাতালে শিশুর জন্ম দেওয়ার পরে মৃত্যু হয় মায়ের ৷ এই ঘটনা ঘিরে উত্তপ্ত হাসপাতাল চত্বর Santipur Woman Death After Delivery) ৷

Santi Nursing Home vandalization
শান্তিপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর

By

Published : Apr 15, 2022, 11:56 AM IST

শান্তিপুর, 15 এপ্রিল :প্রসূতি মহিলার মৃত্যুতে ভাঙচুর করা হল বেসরকারি হাসপাতাল ৷ সোমা পাসোয়ান, বয়স আনুমানিক 27 বছরের এক মহিলার সিজারের পর মৃত্যু হয়। এরপরই নার্সিংহোমের নিচেরতলার অফিস, কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র ভেঙে চুরমার করে প্রসূতির পরিবার, প্রতিবেশীরা বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী (Mob vandalizes Nursing Home for pregnant woman death after delivery in Santipur) ।

মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মারা গিয়েছেন প্রসূতি । এর আগেও ভুল চিকিৎসায় আরেক প্রসূতি মহিলার মৃত্যু হয়েছিল এই বেসরকারি হাসপাতালেই । বৃহস্পতিবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ার বাসিন্দা দুর্গা পাসোয়ান তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শান্তিপুর 1 নম্বর রেলগেট সংলগ্ন শ্রীকৃষ্ণ হেলথকেয়ারে ভর্তি করান ।

আরও পড়ুন : Jhargram Nursing Home Wrong Treatment : ভুল চিকিৎসার অভিযোগ, ঝাড়গ্রামের নার্সিংহোমে মৃত্যু মহিলার

ওইদিন মহিলার অস্ত্রোপচার হয় ৷ এরপরে মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । চিকিৎসকদের দাবি, সিজারের পরে ওই মহিলার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল এবং প্রচুর রক্তপাত হচ্ছিল । রোগীর পরিবারের অভিযোগ, মৃত্যুর দু'ঘণ্টা বাদে পরিবারকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । রোগী পরিবারের লোকজন হাসাপাতাল লক্ষ্য করে ইট ছোড়ে, ভিতরে ঢুকে ভাঙচুর করে । প্রসূতি মারা গেলেও সদ্যোজাত শিশু বর্তমানে ভাল আছে ৷

মৃতার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে যে শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ভাঙচুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তারা ।

ABOUT THE AUTHOR

...view details