পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজো দিতে গিয়ে নিখোঁজ শান্তিপুরের কিশোরী - নদিয়া

বাড়ি সংলগ্ন মন্দিরে পুজো দিতে গিয়ে নিখোঁজ কিশোরী । পুলিশ তদন্ত চালাচ্ছে ।

STUDENT_MISSING
পুজো দিতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী

By

Published : Apr 21, 2020, 3:36 PM IST

শান্তিপুর, 21 এপ্রিল: বাড়ি লাগোয়া মন্দিরে রোজকার মত সকালে পুজো দিতে গিয়েছিল এক কিশোরী । তারপর থেকে আর সে বাড়ি ফেরেনি । নিখোঁজের পর অবশ্য ওই কিশোরীর খোঁজ নিতে একটি নম্বর থেকে ফোন আসে পরিবারের কাছে । তারপর থেকে ওই নম্বরটিতেও যোগাযোগ করা যাচ্ছে না । পরিবারের অভিযোগ, ওই নম্বরের সঙ্গে তাদের মেয়ের কোনও যোগসূত্র রয়েছে । এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা । নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকার ঘটনা ।

নিখোঁজ ওই কিশোরীর নাম স্নেহা ঘোষ । বছর ষোলোর স্নেহা ফুলিয়া বালিকা বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় । কিশোরীর মায়ের কথায়, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি সংলগ্ন মন্দিরে পুজো দিতে যায় । তারপর থেকে সে নিখোঁজ । পরিবার ও স্থানীয়দের তরফ থেকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজিও করা হয় । আত্মীয় পরিজনের বাড়িতেও খোঁজ নেওয়া হয় । কোনও খোঁজ না মেলায় শেষ পর্যন্ত স্নেহার পরিবার থানায় নিখোঁজ অভিযোগ জানায় ।

গত এক সপ্তাহ ধরে পুলিশ তদন্ত চালাচ্ছে । কিন্তু এখনও পর্যন্ত কোনও খবর মেলেনি ।

ABOUT THE AUTHOR

...view details