পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ranaghat Robbery Case: কল্যাণীতে বাড়িভাড়া নিয়ে পরিকল্পনা! রানাঘাটে সোনার বিপণিতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য - সোনার বিপণিতে ডাকাতিতে চাঞ্চল্যকর তথ্য

রানাঘাটে সোনার বিপণিতে ডাকাতির ঘটনায় পরিকল্পনা হয়েছিল কল্যাণীতে ৷ বিহার থেকে আসা দুষ্কৃতীরা কল্যাণীতে একটি বাড়িতে দু’টি ঘরভাড়া নিয়ে থাকছিল বলে জানিয়েছে পুলিশ ৷

Ranaghat Robbery Case ETV BHARAT
Ranaghat Robbery Case

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 5:11 PM IST

Updated : Aug 30, 2023, 5:42 PM IST

রানাঘাটে দুঃসাহসিক ডাকাতির 1 মাস আগে থেকে পরিকল্পনা

রানাঘাট, 30 অগস্ট: রানাঘাটে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ ঘটনার সঙ্গে জড়িত 8 জন একমাস আগে কল্যাণী থানার বি-ব্লকের 11 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়েছিল বলে উঠে এল তদন্তে ৷ ধৃত 5 দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য উঠে এসেছে ৷ ঘটনায় এখনও 5 জন পলাতক বলে জানিয়েছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মুনির খান ৷ তিনি জানিয়েছেন, ওই বাড়িটি পুলিশ সিল করে দিয়েছে ৷ তবে, ঘটনাটি জানাজানি হওয়ার পর, আতঙ্কে রয়েছেন বাড়ির মালিক এবং তাঁর পরিবার ৷

মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মনির খান বলেন, "মূলত এই ঘটনায় মোট আটজনের একটি টিম ছিল ৷ এরা প্রত্যেকে বিহারের বাসিন্দা ৷ নদিয়ায় বসবাসকারী বিহারের একজন প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে যায় ৷ তারপর এই দুষ্কৃতী দলকে বিহার থেকে ভাড়া করে নিয়ে আসা হয় ৷ মঙ্গলবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ দুষ্কৃতীরা ক্রেতা সেজে শো-রুমে প্রবেশ করে ৷ তাদের প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল ৷"

তবে, এই ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক তৈরি হয়েছে কল্যাণী থানার বি-ব্লকের 11 নম্বর ওয়ার্ডে ৷ ওই এলাকাতেই গত একমাস ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল অভিযুক্তরা ৷ পুলিশ এ ব্যাপারে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করেছে ৷ তবে, তাঁরা জানিয়েছেন বাড়িভাড়া নেওয়ার পর, ঘরের ভিতরে ওই 8 জন কী করত, কেন সেখানে ভাড়া নিয়েছিল ওই 8 জন? কিছুই জানতেন না বাড়ির মালিক ৷ প্রশ্ন উঠছে, এদের বাড়িভাড়া দেওয়ার সময় পরিচয়পত্র দেখেননি বাড়ির মালিক? এমনকী, পুলিশকে দিয়ে তা যাচাই কেন করা হয়নি ?

আরও পড়ুন:দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4

যে দু’টি ঘরে ওই 8 দুষ্কৃতী থাকছিল, সেগুলি পুলিশ সিল করে দিয়েছে ৷ রশিদ মুনির খান জানিয়েছেন, ঘটনার সময় 20 মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ দু’তরফের গুলির লড়াইয়ে 2 দুষ্কৃতী আহত হয়েছে ৷ ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দুষ্কৃতীদের থেকে চারটি দেশি পিস্তল এবং 22 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে ৷ সেই সঙ্গে বাইকের ভুয়ো নম্বর প্লেট এবং একাধিক আধার কার্ড উদ্ধার করা হয়েছে ৷ বাকি 3 জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Aug 30, 2023, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details