হাঁসখালি, 31 জুলাই : স্থানীয় BJP নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ৷ স্থানীয় BJP নেতৃত্ব জানিয়েছে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয় । অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিলক বর্মণ নামের ওই যুবক ।
হাঁসখালির BJP নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল - Nadia
তিলক বর্মণ হাঁসখালি থানার 38 নম্বর জেলা পরিষদের BJP মণ্ডলের সাধারণ সম্পাদক ৷ আজ রাত আটটা নাগাদ তিনি বাড়ির কাছে একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছিলেন ৷ তখনই 20-30 জন দুষ্কৃতী তিলকের উপর হামলা চালায় ৷ তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ ৷
তিলক বর্মণ হাঁসখালি থানার 38 নম্বর জেলা পরিষদের BJP মণ্ডলের সাধারণ সম্পাদক ৷ আজ রাত আটটা নাগাদ তিনি বাড়ির কাছে একটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছিলেন ৷ তখনই 20-30 জন দুষ্কৃতী তিলকের উপর হামলা চালায় ৷ তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ ৷ যদিও গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয় ৷ এরপর লোহার রড ও হকি স্টিক দিয়ে তাঁকে মারধর করা হয় ৷ তবে লোকজন জড়ো হতে শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । তিলককে সেখান থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মাথায় কয়েকটি সেলাই পড়েছে । শরীরে ক্ষত চিহ্নও রয়েছে ।
তিলকের পরিবারের অভিযোগ, BJP করার কারণে হাঁসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে । একই অভিযোগ করেছে স্থানীয় BJP নেতৃত্বও ৷ ঘটনায় হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এনিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷