নদিয়া, 28 নভেম্বর:যুবককে ত্রিশূল দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল ৷ গলার এপার থেকে ওপার হয়ে গিয়েছে ত্রিশূলটি ৷ সেই অবস্থাতেই আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডে ।
জানা গিয়েছে, বছর 33 এর ওই যুবকের নাম ভাস্কর রায় ৷ তিনি বাড়িতে একাই থাকতেন ৷ হঠাৎই তাঁর ঘরে ঢুকে যুবকের গলায় ত্রিশূল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা (Miscreants attempt to Murder Youth with trishul ) ৷ যুবক চেঁচামেচি করতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা । ছুটে আসে স্থানীয়রা ৷ তড়িঘড়ি ওই যুবককে গলায় ত্রিশূল গাঁথা অবস্থায় নিয়ে যায় কল্যাণী জিএনএম হাসপাতালে । এরপর তাঁকে স্থানান্তর করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে ৷