পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'জয়শ্রীরাম' ধ্বনি দিতে দিতে ভাঙচুর বাড়িঘর, তৃণমূল কার্যালয় - BJP

'জয়শ্রীরাম' ধ্বনি দিতে দিতে এলাকায় তাণ্ডব দুষ্কৃতীদের । তৃণমূল কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় তারা ।

ভাঙচুর বাড়িঘর, দোকান

By

Published : Jun 19, 2019, 12:18 PM IST

Updated : Jun 19, 2019, 12:42 PM IST

কল্যাণী, 19 জুন : 'জয়শ্রীরাম' ধ্বনি দিতে দিতে এলাকায় তাণ্ডব দুষ্কৃতীদের । ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের বাড়ি, দোকান । তৃণমূল কার্যালয়ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । ঘটনাটি কল্যাণীর সগুনা এলাকার আনন্দনগরের সুভাষনগরের ।

স্থানীয়দের অভিযোগ, গতরাত 11টা নাগাদ মুখে কাপড় বেঁধে 10-15 জন দুষ্কৃতী এলাকায় এসে বোমাবাজি করে । তৃণমূল কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় । বাদ যায়নি প্রাক্তন সেনাকর্মীর বাড়িও । স্থানীয়দের বাড়িতে ঢুকে গুলি করে খুন করার হুমকি দেওয়া হয় । ভাঙচুর চালানো হয় । এমন কী, স্থানীয়দের মারধর করা হয় বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয়রা বলেন, "যারা হামলা করেছিল তারা কোন দলে করে জানি না । তবে জয়শ্রীরাম স্লোগান দিতে দিতে তাণ্ডব চালায় ।" এবিষয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের মতে, এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে তৃণমূল ।

পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Last Updated : Jun 19, 2019, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details